Pages

Followers

Thursday 29 December 2011

ফটোগ্রাফি বিষয়ে ছোট ছোট কয়েকটা জিনিস

যে সব নবীন ফটোগ্রাফার ভাই ও বোনেরা ফটোগ্রাফি বিষয়ে বিশেষ করে ছবি তোলার জন্য ক্যামেরার নানা রকম সেটিংস ও অন্যান্য জটিল বিষয় নিয়ে ঝামেলায় পড়ে,,,
( যেমন - আইএসও , সার্টার স্পিড , এক্সপোজার অ্যাপারচার বা এফ স্টপ,, আরও নানা জিনিস ) আমার মত করে মাথার চুল ছিঁড়ছেন একটা একটা করে ... তাদের মাথায় টাক পড়ে যাবার আগেই এই জিনিস গুলো একটু দেখতে পারেন .....

কাজে লাগলেও লাগতে পারে......

#১# যারা ক্যামেরার শাটার প্রায়োরিটি মুডে ছবি তোলেন তারা
এধরনের ছবি তুলতে বা এমন করে অ্যাকশন ফ্রিজ করতে ..
ক্যামেরার শাটার স্পিড ১/২৫০সে. | ১/৫০০সে. | ১/১০০০সে. বা তার বেশি রাখতে পারেন ,,, তবে এর বেশি আর না হলেও চলবে ,,,,,,,,
আর এই মুডে আপনার শাটার স্পিড সিলেক্ট করে দিলে ক্যামেরা অটোমেটিক তার আইএসও/অ্যাপারচার বা এফ স্টপ/এক্সপোজার/অ্যাডজাস্ট করে নেবে ...।

#২# যারা গতিশীল বস্তুকে

এই ছবিটার মত সাবজেক্ট কে ফোকাসে স্টিল রেখে বাকি সব হাওয়া করে দিতে চান ,, বা ব্যাকগ্রাউন্ড ব্লার্ড বা প্যানিং অ্যাকশন ফটোগ্রাফি করতে চান তাদের জন্য স্লো শাটার স্পিড বেছে নিতে হবে .... আর তা ১/৬০সে. | ১/৩০সে. | ১/১৫সে. এই শাটার স্পিড ...... :)

#৩# যারা তরল পানি হঠাৎ করে সবার সামনে বরফ বানিয়ে ফেলতে চান আপনার ক্যামেরার মাধ্যমে তাদের জন্য সব থেকে ভাল হলো ভয়ংকর স্লো শাটার স্পিড ....
আর সেটা ১/৪সে. | ১/২সে. | ১সে. বা তারও কম যদি থাকে ......।
তো নবীন ফটোগ্রাফার ভাই ও বোন হাতে তুলে নিন আপনার ডান্ডাওয়ালা বা পয়েন্ট এন্ড শুট ডিজিটাল ক্যামেরা ,,, আর মোড ডায়াল ঘুরিয়ে শাটার প্রায়োরিটি বা (S) মোড সিলেক্ট করে শুরু করে দিন প্র্যাক্টিস অথবা উপরের ঐ কথা গুলো আসল না নকল তার পরীক্ষা  

( বিঃদ্রঃ- এই শাটার স্পিড গুলোকে বলতে পারেন চিরন্তন শাটার স্পিড ,,, বা সব থেকে কার্যক্ষম শাটার স্পিড ,, এগুলো মেনুয়েল মুডেও ইউজ করা হয় তবে সেখানে অ্যাপারচার বা এফ স্টপ নাম্বার আপনাকেই সিলেক্ট করে দিতে হয় ....)


মূল পোস্ট

0 comments:

Post a Comment