Pages

Followers

Wednesday 15 February 2012

ক্যানন ৮৬০আইএস ৮ মেগাপ্রিক্সল কিছু প্রশ্নোত্তর

 http://static.trustedreviews.com/94%7ca2b656%7c0d80_6100-Canon860IS3quart.jpg

 ক্যানন ৮৬০আইএস ৮ মেগাপ্রিক্সল কিছু প্রশ্নোত্তর এখানে দেয়া হল। প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন জোবাইর

আমার কিছু প্রশ্ন আপনার কাছে, আনেক অপশন আছে আসলে বেশীরভাগই জানিনা।
প্রশ্নসমূহ:
০১. আইএসও: হাই/আটো: কোনটা ভালো?
০২. সুপারফাইন/ফাইন/নরমাল: কোন অপশন ভালো, কাজ কি?

০৩. এল/এম১/এম২/এম৩/এস/পোষ্টকার্ড/ওয়াইডস্ক্রিন কোন মোডের সাইজ কত? কোন পরিস্থিতিতে এ সকল অপশনে ছবি তোলা ভালো?
০৪. +-০ এই অপশনের কাজ কি? -২ এ ডিসপ্লে আলো কম এবং +২তে আলো বেশী দেখা যায়। নরমাল = ০
০৫. এডাবলিওবি কি? অপশন হচ্ছে অটো/ডেলাইট/ক্লাউড/টাংস্টেন/..... ইত্যাদি।
০৬. ডিজিটাল মেক্রো কি?
০৭. কালার এসেন্ট/সোয়াপ কি?
=====
০৮. রেড আই কি "অন" না "অফ" সিলেক্ট করবো?
০৯. এএফ-এসিষ্ট বিম "অন" না "অফ" সিলেক্ট করবো? কাজ কি?
১০. আই এস মোড কি? অফ/কনটিনিওয়াস/সুট ওনলি/পেনিং....... কাজকি?
১১. লেন্স রিট্রেক্ট কি? ০ সেকেন্ড/১ মিনিট.

আমি Imaze Stabilazator খুজে পাচ্ছিনা। মাঝেমধ্যে ছবি ঝাপসা আসে।

লেটেষ্ট এই ক্যামেরায় আবশ্যই থাকবে।

জানাবেন প্লিজ.............. ধন্যবাদ



 উত্তর:
 ১। অটো মুডে ক্যামেরা নিজেই ISO সেট করে। সাধারণত যেখানে সামান্য অন্ধকার কিন্তু ফ্লাশ ব্যবহার করা সম্ভব হচ্ছে না সেখানে ISO অটো বা হাই করে ছবিকে উজ্জল করা যায়।
২। সুপার ফাইন ছবি নিতে ক্যামেরার সময় লাগে বেশি, ফাইলের সাইজ হয় খুব বড়। এ অপশনে স্পেশাল প্রয়োজন ছাড়া ছবি না তোলাই ভালো। সুপার ফাইনের নিচের ধাপ ফাইন। প্রিন্টের জন্য ছবি ফাইন অপশনে তোলতে পারেন। প্রাত্যহিক জীবনের ছবির জন্য 'নরমাল' যথেষ্ট।
৩। ফটোর স্ট্যান্ডার্ড প্রিন্ট সাইজ পোস্টকার্ড সাইজ, ৬ বাই ৪ ইঞ্চি, ওয়াইডস্ক্রীনের সাইজের অনুপাত ১৬:৯। এল/এম১/এম২/এম৩/এস সম্ভবত Large, Medium, Small। আপনার ক্যামেরার ম্যানুয়েল দেখুন।
৪। +-০ ও ০ এর মান একই হওয়ার কথা!
৫। Auto White Balance (AWB) function সঠিক হোয়াইট ব্যালেন্সের জন্য ব্যবহার হয়। আমার লেখার ১২ নং ফিচার দেখুন।
৬। মেক্রো অপশন কোন ক্ষুদ্র জিনিসের ছবি উঠানোর জন্য। যেমন পিপঁড়ার Close Up ছবি।
৭। কোন ছবির নির্বাচিত অংশের কালার রেখে অবশিষ্ট অংশকে সাদা-কালো করার নাম Color Accent,

Color Swap হচ্ছে কোন ছবির সবকিছু ঠিক রেখে নির্বাচিত কোন কালারকে অন্য কালারে পরিবর্তন করা। যেমন একটি ছবির সবকিছু ঠিক থাকবে শুধু ঘাসের বং সবুজের পরিবর্তে লাল হবে!
৮। যেসব ছবিতে চোখের রেটিনা লাল হওয়ার সম্ভাবনা সেখানে রেড আই কি "অন" সিলেক্ট করবেন।
৯। এএফ-এসিষ্ট বিম অন্ধকার পরিবেশে ক্যামেরার ফোকাসের সুবিধার্থে ব্যবহার হয়।
১০। Image Stabilizer (IS) technology।
১১। Picture-taking mode থেকে picture-viewing mode-এ আসার অপশন সিলেক্ট করলে লেন্স মূল অবস্থানে ফিরে যাওয়ার সময় লেন্স রিট্রেক্ট টাইম।

বিভিন্ন ব্রান্ড ও মডেলের ক্যামেরার মধ্যে অপশন ও ফাংশনের ব্যবহারে কিছুটা তারতম্য হয়, ক্যামেরার নিজস্ব ইউজার ম্যানুয়েল হচ্ছে সবচেয়ে বড় সাহায্যকারী। আশা করি আপনার সব প্রশ্নের মোটামুটি উত্তর পেয়েছেন।

0 comments:

Post a Comment